দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বিজনৌরে গ্রেফতার ৫৬ বছরের এক মহিলা। অভিযোগ, ধর্ষণের শিকার হওয়ার পর ঘুমন্ত ছেলেকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। পরে পুলিশের জেরায় অপরাধের কথা স্বীকারও করেছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৭ আগস্ট রাতে, বিজনৌরের মাণ্ডাওলির শ্যামিওয়ালা গ্রামে। মৃত যুবক অবিবাহিত ও মদ্যপ ছিলেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মাকে ধর্ষণ করেছিলেন তিনি। তবে সামাজিক লজ্জায় ঘটনাটি কাউকে জানাননি ওই মহিলা। পুলিশ জানায়, পরে ছেলে ফের একই চেষ্টা করলে কাস্তে দিয়ে কোপান মা। এরপর চিৎকার করে স্থানীয়দের জানান, ডাকাত ঢুকেছে বাড়িতে।
#REL