দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে (wedding) কত কিছু নিয়েই না ঝামেলা হয়ে থাকে। তার আরও এক নিদর্শন পাওয়া গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরে এক বিয়েবাড়িতে। কোনও পুরনো শত্রুতা, পণ বা দাম্পত্য নিয়ে নাটক নয় - পুরো ঝামেলার উৎস ছিল চিকেন ফ্রাই (fight in wedding for chicken fry)!
বিয়ের আনন্দ, হাসিখুশি মুহূর্ত, জমজমাট আসর মুহূর্তেই পরিণত হল রণক্ষেত্রে। সামান্য চিকেন ফ্রাই (chicken fry) নিয়ে অশান্তি - শুনতে যতটা মজার, ঘটনাটা ততটাই অবাক করেছে স্থানীয় মানুষদের।