দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের দেখলেই আমরা বলি, "উফ, কী চুল!" কিন্তু মনের কোণে একটাই সন্দেহ—এগুলো কি আসল, না সিনেমার সেটের মতো সাজানো? বিশেষত হৃতিক রোশন আর কপিল শর্মা—দু’জনের মাথার চুল ঘিরে গুজবের ছড়াছড়ি। কেউ বলেন, ওগুলো নাকি উইগ। কেউ আবার বলেন, প্যাচ। অনেকেই তো বাজিও ধরেন, “দেখিস, একদিন ঠিক খুলে পড়ে যাবে!”