দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার ২’-এর পর যদি কোনও ছবি নিয়ে হৃতিক রোশনের ফ্যানদের উত্তেজনা তুঙ্গে থাকে, তবে তা নিঃসন্দেহে ‘কৃষ ৪’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিরছে বলিউডের সুপারহিরো কৃষ, আর এবার চমকের শেষ নেই!
#REL
প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাকেই যেখানে ভক্তদের উল্লাস চরমে, সেখানে এবার আরও বড় খবর সামনে এসেছে—এই ছবিতে থাকছেন প্রীতি জিন্টা এবং বর্ষীয়ান অভিনেত্রী রেখাও! অর্থাৎ ‘কোই… মিল গয়া’ ও ‘কৃষ’ এর নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।