দ্য ওয়াল ব্যুরো: রাজকুমার গেল খোক্কসপুরে। দুর্দান্ত রাক্ষসকে শায়েস্তা করতে। দেখল শায়িত রাজকন্যে। ঘুমন্ত। প্রায় অচেতন। ঠেকাল জিয়নকাঠি। ঝুঁকি নিয়ে। নিয়ম মেনে৷ জেগে উঠল সে! তারপর ভীষণ লড়াই। দুরন্ত যুদ্ধ। শেষমেশ দনুজদলন। খোক্কসপুরী থেকে ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনা! বুক চিতিয়ে, কলার তুলে!
রূপকথায় রাজপুত্রই সর্বনিয়ন্তা। বিপত্তারক। রাজকন্যে নিষ্ক্রিয়। সুপ্তোত্থিতা। তাদের জাগিয়ে তুলতে হয়। জাগিয়ে তোলে যে, সে পায় রাজত্বের ভাগ। সঙ্গে রাজার মেয়ের নিঃশর্ত অধিকার!