দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপজয়ের (Women’s World Cup 2025) পর দৃশ্যটা অমলিন—দক্ষিণ আফ্রিকার (South Africa) শেষ ব্যাটার নাদিন ডি ক্লার্কের (Nadine de Klerk) ক্যাচটা ধরামাত্র পকেটে বল পুরে ফেলেছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মোদী (Narendra Modi) যখন তাঁকে জিজ্ঞেস করলেন, ‘বলটা নিজের কাছে রাখলেন কেন?’ একেবারে সরলভাবে উত্তর দিলেন হরমন—‘এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, স্যার। শেষ ক্যাচটা আমার হাতেই আসবে, ভাবিনি। কিন্তু যখন এল, মনে হল—এটা আমার কাছে থাকা উচিত।’