দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (New Delhi) লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণের (Blast) আগে ঘাতক গাড়ি এবং গাড়ির চালক কোথায় কোথায় ছিলেন তা অনেক সিসিটিভি-তে (CCTV Footage) ধরা পড়েছে। সম্প্রতি সামনে আসে একটি ভিডিও যেখানে গাড়িটিকে নিয়ে দূষণ পরীক্ষা (PUC টেস্ট) করাতে দেখা যায় তিন অভিযুক্তকে। এবার আরও এক নতুন সিসিটিভি ফুটেজ সামনে এল।