দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে (Bolpur PS IC) ফোন করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ফের বীরভূমের পুলিশ সুপার (SP) আমনদীপ সিংকে (Amandeep Singh) তলব করল জাতীয় মহিলা কমিশন (NCW)। সূত্রের খবর, আগামী ২৩ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টায় দিল্লিতে কমিশনের সদর দফতরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।