ওই কর্মসূচি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, "২৬ এর ভোটে ২১ এর পুনরাবৃত্তি হবে না। এবারে তৃণমূলের বিদায় ঘটিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় বসার এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।"
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহেই বীরভূমের (Birbhum) কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। ইতিমধ্যেই তাঁদের কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। ১৪ জুন তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্য সভাপতি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে।
২০২২ সালে গরু পাচার মামলায় তৎকালীন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর বীরভূমের দায়িত্ব কার্যত নিজের কাঁধেই তুলে নেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজ দেখার জন্য তিনিই একটি দল গঠন করে দিয়েছিলেন।
দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি (Bolpur IC) লিটন হালদারকে (IC Liton Halder) গালিগালাজ করার ৭ দিন পর বৃহস্পতিবার থানায় হাজিরা দিয়েছেন 'অসুস্থ' অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দুপুর সাড়ে ৩ মিনিটের আশপাশে এসডিপিও অফিসে পৌঁছন তিনি। নিজের সাদা গাড়ি না নিয়ে অন্যের কালো ক্রেটা গাড়িতে পিছনের রাস্তা দিয়ে থানায় ঢোকেন কেষ্ট। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও (Anubrata Mondal Advocate)।
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: একজন অন ডিউটি আইসিকে কুকথা বলার পরেও কেন গ্রেফতার করা হল না অনুব্রত মণ্ডলকে, সেই প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
শুক্রবার হুগলির উত্তরপাড়ায় জন শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল একজন অন ডিউটি আইসিকে যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত লজ্জার। এই ঘটনার পর পুলিশ কেন কাজ করেনি তার জন্য গতকাল আমরা চিঠি দিয়েছি। এখনও তাঁর ফোন সিজ করা হয়নি। এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। অসুস্থ দাবি করে পাঁচ দিন হাজিরা এড়িয়েছেন। আমরা পুরো বিষয়টি জানতে চেয়েছি।
দ্য ওয়াল ব্যুরো: একজন আইসিকে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), যাঁর অতীতে অপরাধের ছাপ রয়েছে তাঁর বিরুদ্ধে এখনও কোনও যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar IPS) কাছে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন (National Women Commission)। বৃহস্পতিবার চিঠি দিয়ে তারা এও জানতে চেয়েছে, যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়?
দ্য ওয়াল ব্যুরো: বাংলার পুলিশের যা হাল তা সকলেরই জানা। একজন আইনের ছাত্রীকে তুলে আনতে গুরগাঁও চলে যায় অথচ একজন আইসি, যিনি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ফিটনেসে পাশ করে ডিউটি করছেন, তাঁর মা-বউকে হুমকি-গালিগালাজ করলে পুলিশমন্ত্রীর গায়ে লাগে না। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি এবং তাঁর মা ও স্ত্রী প্রসঙ্গে নোংরা গালিগালাজের অভিযোগে গত বৃহস্পতিবার থেকে খবরের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। আইসিকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনায় সাত দিন পর বৃহস্পতিবার বিকেলে বোলপুরে এসডিপিও দফতরে হাজিরা দিয়েছেন কেষ্ট। তবে তাঁর প্রসঙ্গে ভাল-মন্দ কোনও প্রতিক্রিয়ায় জানাতে রাজি নন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Banerjee)।