দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধের পর থেকে সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়। দ্য ওয়াল সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। তবে অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা সম্পর্কে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, যা শুনে পুলিশ ও প্রশাসনের অন্দর আন্দোলিত হয়ে যায়।