দ্য ওয়াল ব্যুরো: পুলিশ অফিসারকে 'কুকথা'। শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে নিজে হাজিরা না দিয়ে আইনজীবীদের এসডিপিও (SDPO) অফিসে পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সময় চেয়ে নেন পুলিশের (POlice) কাছে। পুলিশ একদিন সময়ও দিয়ে দেয়। বলে দেয় রোববার বীরভূমের তৃণমূল নেতাকে (Birbhum TMC Leader) হাজিরা দিতেই হবে। তাও সকাল ১১টার মধ্যে। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এখনও তাঁর দেখা নেই। যদিও অনুব্রতর আইনজীবীরা ইতিমধ্যেই থানায় পৌঁছেছেন। তৃণমূল সূত্রে খবর বেলা দুটো নাগাদ এসডিপিও অফিসে হাজিরা দিতে পারেন কেষ্ট।