দ্য ওয়াল ব্যুরো: পুলিশ অফিসারকে অশ্লীল গালিগালাজের ঘটনায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পদ্ম শিবির। তবে বিষয়টিকে বড় কোনও ঘটনা হিসেবে দেখতে নারাজ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে পরোক্ষে অনুব্রতর পাশে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ফিরহাদ।