দ্য ওয়াল ব্যুরো: দেবব্রত বিশ্বাস (Debabrata Biswas) রবীন্দ্রনাথের গানের এক প্রতিষ্ঠান। তাঁর কণ্ঠের গান প্রাতিষ্ঠানিক রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) ছাড়িয়ে এক নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছে চিরকাল। আজ সেই প্রবাদপ্রতিম জর্জ বিশ্বাসের জন্মদিন।
দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের ছবিকে সমৃদ্ধ করেছে বারবার। 'মেঘে ঢাকা তারা'র 'যে রাতে মোর দুয়ারগুলি' ভাবুন!