দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল (আদালত)-এর মুম্বই বেঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই আধিকারিক ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। অভিযোগ তিনি একটি হোটেলের মালিকানা সংক্রান্ত মামলায় ৩ লক্ষ টাকা নিয়েছেন। তদন্তের স্বার্থে ধৃত দু'জনকেই নিজেদের হেফাজতে নিতে মুম্বইয়ের আদালতের (Mumbai Court) আবেদন জানিয়েছে সিবিআই।