দ্য ওয়াল ব্যুরো: ১ লক্ষ টাকার জিনিস ফেলে দেওয়া হয়েছিল আবর্জনার স্তূপে (Garbage)! সেটি ফিরে পাওয়া ছিল এক কথায় অসম্ভব। কিন্তু মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াসে যা হল তা অবশ্যই বেনজির। এক গাড়ি চালকের সততা হারিয়ে দিল যাবতীয় ভুল ধারণাকে। জিনিসটি ফিরে পেলেন তার মালিক।
এক মহিলা ভুল করে তার মঙ্গলসূত্র (Mangalsutra) আবর্জনা বাক্সে ফেলে দিয়েছিলেন। তা পরে চলে গিয়েছিল পৌরসভার গাড়িতে এবং সেখান থেকে যাওয়ার কথা ছিল 'ডাম্পিং গ্রাউন্ড'। কিন্তু গাড়িচালক সেই মঙ্গলসূত্র ফেরত দেন মহিলাকে। জানা গেছে, ওই মঙ্গলসূত্রের দাম ছিল প্রায় ১ লক্ষ টাকা।
#REL