দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জ্যোতি মালহোত্রা তাঁর দোকানে এসে বিরিয়ানি খেয়েছিলেন। এটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির মালিক সঞ্জীব সাহার। তাঁর দোকানে বিরিয়ানি খাওয়া সংক্রান্ত ব্লগ নিয়ে যথেষ্ট চিন্তিত সঞ্জীববাবু বলেন, "আগে দেশ তারপর ব্যবসা, তাই তদন্তকারীরা ডাকলে তিনি সবরকম সহযোগিতা করবেন।"