দ্য ওয়াল ব্যুরো: ফ্লাইওভার (Flyover) না থাকায় স্কুল যেতে হয় বহু ঘুরপথে। তার জন্য প্রতিদিন সময় নষ্ট হয়। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছেই। সেই অভিযোগ তুলেই স্কুল পোশাকে জাতীয় সড়কে (National Highway) নেমে অবস্থান-বিক্ষোভ (Protest) করল পড়ুয়ারা।
সোমবার সকাল আটটা নাগাদ বর্ধমানের মেটাল ডিভিসি এলাকায় (Burdwan Metal DVC Area) ১৯ নম্বর জাতীয় সড়কে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গ দেন স্থানীয় বাসিন্দারাও। সকলের অভিযোগ, ফ্লাইওভার না থাকায় দুর্ঘটনার ভয়ে জাতীয় সড়ক পারাপার হওয়া যায় না।