দ্য ওয়াল ব্যুরো: মাকে সাহায্য করলে স্কুলে যাওয়ার আগে বাড়ি বাড়ি দুধ দেয় ৩ বছরের 'মিল্কম্যান', সোশ্যাল মিডিয়া সেনসেশন এই খুদের সঙ্গে দেখা হতেই পারে সিকিম গেলে!
বাচ্চা মানেই মায়ের ওপর নির্ভরশীল। মা ছাড়া এক পা-ও এদিক ওদিন ভাবাই যায় না। নিজে হাতে খাওয়া, একা ঘুমনো এসব এদেশে হয় না- বাঙালি বাড়িতে এই কথা খুবই কমন। সমতলে বিশেষ করে শহরে এসব শুনে অভ্যস্ত আমি আপনি অনেকেই। কিন্তু গ্রাম বা পাহাড়ের জীবনে এমনটা হয় না। এজীবন সেখানে স্বপ্নের মতো, এজীবন বাঁচার সাহসই দেখায় না কেউ।
#REL