দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মের দুপুর। খাঁ খাঁ করছে রাস্তা। মাঠ ফাঁকা, ছেলেমেয়েরা নদীর ঘাটে কচুরিপানা ভাসিয়ে খেলছে বা ঘরে মা-বাবার সঙ্গে কাজে হাত পাকাচ্ছে। সেই সময়ে মুর্শিদাবাদের ছোট্ট এক গ্রামে, আম-আঁটির ভেঁপু বাজিয়ে আলপথে ছুটে বেড়ানোর বয়সে, মানুষ গড়ার কাজ করছে এক নাবালক। একটি পেয়ারা গাছের নীচে দাঁড়িয়ে হাতে খাতা-কলম নিয়ে নিজের সমবয়সি বা তার চেয়ে খুদে বাচ্চাদের পাঠ দিচ্ছে জীবনের। শেখাচ্ছে অ-আ-ক-খ।
এই বিস্ময় বালকের ব্যাপ্তি শুধুমাত্র মুর্শিদাবাদে আটকে নেই, গোটা বিশ্ব চেনে বাংলার বাবর আলিকে।
#REL