দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে একের পর এক বৃষ্টির দাপটে যেন রেকর্ড গড়েছে বর্ষা। কয়েক মাস ধরে অবিরাম চলছে ঝড়-বৃষ্টি। প্রায় সারা বছরই নিম্নচাপ ঘিরে রেখেছে আবহাওয়া। আগস্ট মাসেও সেই ধারা অব্যাহত, বৃষ্টি থেকে মিলছে না মুক্তি।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহার ও সিকিমের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা বর্তমানে মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে পৌঁছেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই প্রাকৃতিক পরিস্থিতির জেরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা জারি করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। বুধবার (২৩ জুলাই) থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনও আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে এবং উচ্চ জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের উপর থেকে আপাতত সরে গেল বর্ষার মেঘ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের দক্ষিণাংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে স্বস্তির বদলে বাড়বে অস্বস্তি—এমনই পূর্বাভাস আবহবিদদের। নতুন করে বৃদ্ধি পাবে তাপমাত্রা, জলীয় বাষ্পের পরিমাণও থাকবে বেশি। যার ফলে ফের ঘেমেনেয়ে একাকার হওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর জন্য।
দ্য ওয়াল ব্যুরো: গতকালের মতো আজ, বুধবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের চেনা ছবিটা আজও পাল্টানোর কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝি এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে তৈরি হয়েছে নিম্নচাপ। সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখাও রয়েছে সক্রিয় অবস্থায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই তিনের প্রভাবে রাজ্যে ফের বাড়তে চলেছে বর্ষার দাপট। আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর—দুই বঙ্গেই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার ফের জোর বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তৈরি হতে পারে এই নতুন সিস্টেম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের রবিবার থেকেই সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রার দিন থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি আরও জোরদার হতে চলেছে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ জুন শুক্রবার, রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় বিস্তৃতভাবে বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা-সহ সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পাশাপাশি পঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সিয়ার লাইন। এই আবহজনিত কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে।
দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। ভারতের আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে। তবে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এই অঞ্চলে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এই সপ্তাহে বৃষ্টিপাত অনেকটাই কম হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।