দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তৈরি হতে পারে এই নতুন সিস্টেম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের রবিবার থেকেই সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।