দ্য ওয়াল ব্যুরো: ১৪ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় পা রাখতেই কে কী পরলেন, কার সাজে কতটা ঝলক, তা নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু সব চোখ যেন খুঁজছিলেন একটিই মুখ—ঐশ্বর্যা রাই বচ্চন। ফ্রান্সের আকাশের নিচে, সাদা রেশমি বেনারসি পরে, গলায় ভারী চুনির হার, খোলা চুলে সিঁথিতে লাল সিঁদুর নিয়ে হেঁটে এলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এই সাজে যেন বার্তা ছড়িয়ে দিলেন—একটু জবাব আর অনেকখানি গর্ব।