দ্য ওয়াল ব্যুরো: আজ বিশ্বসুন্দরীর ৫২তম জন্মদিন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা দুনিয়া, কিন্তু স্বামী অভিষেককে সৌন্দর্যের আগে আকর্ষণ করে তাঁর ভিতরের মানুষটা, আর সেটাতেই মুগ্ধ হন বার বার, প্রেমে পড়েন নতুন করে। বহুবার অভিষেক বলেছেন, ঐশ্বর্যার প্রেমে পড়েছিলেন শুধুমাত্র 'রূপ' দেখে নয়, তাঁর মন আর স্বভাব দেখে।