দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম লড়াই করেননি অভিষেক বচ্চন। কখনও বাবার পরিচয়, কখনও স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের খ্যাতি—সব সময়ের মধ্যেই কোথাও না কোথাও এক চাপ অনুভব করেছেন তিনি। কিন্তু এবার এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথাই অকপটে বললেন জুনিয়র বচ্চন।