দেবশঙ্কর মুখোপাধ্যায়
যে মানুষটির কণ্ঠস্বরের টানে বাঙালি জেগে ওঠে মহালয়ার ভোরে, সেই স্বরটি কিন্তু তাঁর রোগভোগ থেকে পাওয়া! তা’ও কী, সেই রোগ তাঁর জীবনও কেড়ে নিতে পারত।
আবার, অন্য দিকে অমন অনুনাসিক, তীক্ষ্ণ গলার আওয়াজের কারণেই প্রথমে তিনি খারিজ হয়ে যান আকাশবাণী-র অডিশনে। আরও মজার কথাটি হল, পরে ডাক পান একটি রাক্ষসের চরিত্রে অভিনয় করতে।
বলার দরকার পড়ে না, তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর গলা নিয়ে এই অদ্ভুতুড়ে গল্পটি আমায় প্রথম শোনান রেডিওর ‘মহিলামহল’ খ্যাত বেলা দে।