শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রেডিও থেকে ভেসে আসছে 'আশ্বিনের শারদ প্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত, জ্যোতির্ময়ী জগতমাতার আগমন বার্তা৷' যাঁর কণ্ঠ দিয়ে হয় উৎসবের শুভ সূচনা তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendrakrishna Bhadra)। যাঁর আর এক নাম বিরুপাক্ষ।
তাঁর কণ্ঠ সকলের পরিচিত কিন্তু মানুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন আজও অনেকের কাছে অজানা। মহালয়ার প্রাক্কালে সেই কিংবদন্তির জীবন আলেখ্য দ্য ওয়ালের পাতায়।