দ্য ওয়াল ব্যুরো: আপনি কি জানেন, আঙুল মটকানোর সেই পরিচিত ‘পপ’ শব্দের পিছনে যে রহস্য লুকিয়ে আছে, তা অনেকেরই অজানা? ছোটবেলা থেকে অনেকে নিছক অভ্যাসের বশে আঙুল মটকাতে থাকেন। তবে এই সাধারণ মনে হওয়া কাজটির সঙ্গে নানা ভুল ধারণা জড়িয়ে আছে, বেশি আঙুল মটকালেই কি হাড় ক্ষয় হয় বা আর্থ্রাইটিস হয়? আসুন, জানি বিজ্ঞান কি বলে।
আসলে, আঙুল মটকানোর সময় যে ‘পপ’ বা ‘ক্র্যাক’ শব্দ শোনা যায়, তা হাড়ের ঘষার কারণে নয়। আঙুলের জয়েন্টে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এক ধরনের তরল যা হাড়ের নড়াচড়া সহজ করে। আঙুলে চাপ পড়লে এই তরলের মধ্যে ছোট ছোট বুদবুদ ফেটে যায়, আর সেই শব্দই আমাদের কানে আসে।
#REL