দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে (Peshawar bomb blast) ফের ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর, এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ৪।
স্থানীয় সরকারি কর্তৃপক্ষ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় খাইবার পাখতুনখোয়া এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের গাড়িকেই লক্ষ্য করা হয়েছিল, জানিয়েছে সরকারি সূত্র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলিশের মোবাইল গাড়ি চলাচলের রাস্তাতেই 'প্লান্ট' করা হয়েছিল ওই ডিভাইসটি - যা থেকে বিস্ফোরণটি ঘটেছে।
#REL