দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী বিহারে (Bihar Election 2025) গিয়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) যে বিরোধীদের আক্রমণ করবেন তা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই আক্রমণের হাতিয়ার যদি বিরোধীরাই হাতে তুলে দেয়? খানিকটা এমনই হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পূর্ণিয়ার এক জনসভা থেকে কংগ্রেস (Congress) এবং রাষ্ট্রীয় জনতা দল (RJD)-কে বিঁধেছেন। সম্প্রতি 'বিড়ি-বিহার' (Bidi-Bihar) নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, যখনই বিহার উন্নয়নের পথে এগিয়ে যায়, তখনই বিরোধী দলের নেতারা রাজ্যটিকে অপমান করতে ব্যস্ত হয়ে পড়েন।