দ্য ওয়াল ব্যুরো: রাঁচি কেন্দ্রিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পশ্চিমবঙ্গ ইউনিট কলকাতা ও হাওড়ায় জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতির (GST fraud) সঙ্গে জড়িত সিন্ডিকেটের ১০টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী সম্পত্তির মূল্য ১৫.৪১ কোটি টাকা (Property worth Rs 15.41 crore seized in Kolkata-Howrah)।
ইডি জানিয়েছে, এই সম্পত্তি সিন্ডিকেটের প্রধান অমিত গুপ্ত এবং তার সহযোগীদের নামে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA), ২০০২ এর অধীনে এটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তি দাঁড়িয়েছে প্রায় ২০.৭০ কোটি টাকা।