দ্য ওয়াল ব্যুরো: ক্লিনজার, সিরাম বা ফেস মাস্ক নয়, ত্বকের পরিচর্যায় নতুন জাদু দেখাচ্ছে ফেলে দেওয়া কলার খোসা! ফেলে দেওয়া একটা জিনিস যে, মুখে বোটক্সের কাজ করতে পারে, তা জানিয়েছেন ভেষজ এবং আয়ুর্বেদিক স্কিনকেয়ার পণ্যের জন্য সুপরিচিত শেহনাজ হোসেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ত্বকের যত্নে কলার খোসা ব্যবহারের নতুন ট্রেন্ড ছড়িয়ে পড়েছে। অনেক বিউটি ইনফ্লুয়েন্সার কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে প্রাকৃতিক ফেস মাস্ক বা দাগ দূর করার উপায় হিসেবে দেখাচ্ছেন। কেউ কেউ বলছেন, এটি রোদে পোড়া ত্বক ঠিক করতে ও বলিরেখা কমাতেও সাহায্য করে।
#REL