দ্য ওয়াল ব্যুরো: ঠাকুর জলে পড়লেই আবহাওয়ার পরিবর্তন হয়। এই কথা সত্যি করে বদলাচ্ছে আর্দ্রতা কমতে শুরু করেছে রাজ্যের প্রায় সব প্রান্তেই। শুষ্ক আবহাওয়া মানেই ত্বকের সমস্যা। অনেকের লাল লাল র্যাশ, চুলকানি দেখা দেয়। বিশেষ করে সেনসিটিভ স্কিন হলে বা আগে থেকেই একজিমা, ডার্মাটাইটিসে আক্রান্ত হলে এই সময় স্কিন ভীষণ খসখসে হয়ে যায়।
কেন হয় এই সমস্যা,কীভাবেই বা এর থেকে মুক্তি পাওয়া যাবে, জানালেন ডার্মাটোজিস্টরা।
#REL
কেন হয় র্যাশ ও চুলকানি?