দ্য ওয়াল ব্যুরো: একদম হাতের মুঠোয় এসেও ফাইনাল ধরা দিল না। বৃহস্পতিবার দুবাইয়ে (Dubai) পাকিস্তানকে (Pakistan) প্রায় কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ (Bangladesh)। ১৩৬ রানের টার্গেট তুলতে না পেরে লড়াই হেরে গেল ১১ রানে।
অথচ নুরুল হাসান–মাহেদি হাসান (Nurul Hasan–Mahedi Hasan) যদি ১২তম ওভারে আফ্রিদির (Shaheen Afridi) ক্যাচ না ফেলতেন, ছবিটা অন্য রকম হত। এক রানে জীবন ফিরে পেয়ে তিনি হাঁকালেন দু’খানা ছক্কা, খেললেন ১৩ বলে ১৯।