দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু এক জন—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)। সলমন আঘাদের অভিযোগ, টসের সময় নাকি তিনি স্বতঃপ্রণোদিতভাবে দুই অধিনায়ককে হাত না মেলানোর ‘উপদেশ’ দেন! পাক ক্রিকেট বোর্ড (PCB) তাই তাঁর বিরুদ্ধে আইসিসির (ICC) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। যা খারিজ হতে সময় নেয়নি। ভারতীয় শিবিরও পাকিস্তানের দাবিকে সরাসরি অস্বীকার করেছে।
কিন্তু কে এই পাইক্রফট? কেন বারবার তাঁকে ঘিরেই এমন বিতর্ক তৈরি হয়?
#REL
অভিজ্ঞ ম্যাচ রেফারি