দ্য ওয়াল ব্যুরো: জার্সির রং পালটে গেলে কি ভাগ্যের রেখাও বদলে যায়?
প্রশ্নটা এই মুহূর্তে দুজনের মাথায় আছড়ে পড়ার কথা। একজন শুভমান গিল (Shubhman Gill)। যিনি ইংল্যান্ডে লাল বলের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন। অধিনায়ক হিসেবে অভিষেক সফরে পিছিয়ে পড়েও ফিরিয়ে এনেছেন সমতা। অথচ মাস ফুরোতে না ফুরোতেই টি-২০ এশিয়া কাপে তাঁর জায়গা না পাওয়া সংক্রান্ত যুক্তি প্রবল হয়ে উঠেছে। হাওয়ার হালচাল দেখে মনে হচ্ছে, টিম ইন্ডিয়ার চূড়ান্ত দলের টিকিট তাঁর হাতে আসবে না।
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যোগ্যতাপ্রমাণের দৌড়ে ছুটেই চলেছেন। একবার জায়গা পাকা করেন, আবার বাদ পড়েন, তারপর ফের ব্যাট হাতে জোরালো জবাব দিয়ে হারানো আসন ফিরে পান। এই চক্র ঘুরে যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। থামার নাম নেই!
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সিরিজ নিয়ে কাটাছেঁড়া বন্ধ হতে না হতেই চর্চায় এশিয়া কাপ (Asia Cup)। ইতিমধ্যে জানা গিয়েছে, টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) ও ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)—দুজনের উপর আস্থা রাখতে নারাজ নির্বাচকরা। তাই তাঁদের বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। আগামিকাল মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন। সেখানে প্রধান নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) স্কোয়াডের তালিকা সর্বসমক্ষে তুলে দেবেন। তার আগে খেলোয়াড়দের জায়গা পাওয়া ও বাদ পড়া নিয়ে গুঞ্জন চড়ছে।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের (England Series) নায়ক তিনি। অধিনায়ক হিসেবে অভিষেক সফরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে রান তুলেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় একজনই—তিনি শুভমান গিল (Shubhman Gill)।
জাতীয় দলের জার্সিতে যতটা উজ্জ্বল, ঠিক ততটাই দাপট দেখিয়েছেন আইপিএলে। গুজরাত টাইটানসের তরুণ দলনেতা ব্যাট হাতে সাড়ে ছ’শোর উপর রান তুলেছেন।
দ্য ওয়াল ব্যুরো: শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি—ভারতীয় টেস্ট টিমের অধিনায়ক, আইপিএলে গুজরাত টাইটানসের দলনেতা শুভমান গিলকে (Shubhman Gill) আসন্ন এশিয়া কাপের (Asia Cup) দলেই রাখতে নারাজ নির্বাচকরা। শুধু তাই নয়। কপাল পুড়তে পারে আরেক বিশ্বস্ত ওপেনার যশস্বী জয়সওয়ালেরও (Yashasvi Jaiswal)। স্পোর্টস্টারের বিপোর্ট মোতাবেক, বোর্ড নাকি টি-২০ ফর্ম্যাটের জন্য আরও অভিজ্ঞ ব্যাটারদের উপর আস্থাশীল। যে কারণে দুই তারকা, যাঁরা ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তাঁদের বাইরে রাখা হতে পারে। চূড়ান্ত ঘোষণা না হলেও বোর্ডের অন্দরমহলে ইতিমধ্যে বিকল্প নাম খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও
দ্য ওয়াল ব্যুরো: বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) দলে জায়গা পাননি। তাতে কি টিম (Pakistan Cricket Team) আরও শক্তিশালী হয়েছে?
প্রশ্নটা এতদিন ওঠেনি। কিন্তু এশিয়া কাপের টিম থেকে দুই তারকা ক্রিকেটার বাদ পড়ার পর নির্বাচক আকিব জাভেদের (Aqib Javed) মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে। এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই হাওয়া গরম করে দিয়েছেন জাভেদ। তাঁর দাবি, পাকিস্তানের বর্তমান টি২০ দল ভারতকে হারানোর শক্তি রাখে।
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup) জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আর সেখানে জায়গা পেলেন না বাবর আজম (Babar Azam)। অফ ফর্মের মধ্যে দিয়ে আগেও গিয়েছেন। কিন্তু কখনও এত বড় ধাক্কা পেতে হয়নি। স্মরণযোগ্য সময়ে এই প্রথমবার দলের বাইরে বাবর।
দ্য ওয়াল ব্যুরো:এশিয়া কাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার হতে পারে টিম ইন্ডিয়ার দল (Indian Squad) ঘোষণা। আমিরশাহিতে এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের প্রথম ম্যাচ আ