দ্য ওয়াল ব্যুরো:আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট (India vs West Indies, First Test)। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ টসে জিত
দ্য ওয়াল ব্যুরো: আবারও বাদ পড়লেন অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্ট জুড়ে একবারও সুযোগ পাননি। এবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের দলেও জায়গা মিলল না বাংলার ওপেনারের। কেন এই উপেক্ষা? সাফ জবাব দিলেন বিসিসিআইয়ের (BCCI) নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর নাম নেই। তবুও মন খারাপ নয় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। এশিয়া কাপ ২০২৫-এ (ওেগো ণহজ ২০২৫) দলে না থাকার প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন বাঁ-হাতি ওপেনার। তাঁর স্পষ্ট বক্তব্য, "এ সব সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। আমি যা পারি তা হল কঠোর পরিশ্রম করা আর নিজের উপর আস্থা রাখা। সময় এলে সব ঠিক জায়গায় বসে যাবে।"