দ্য ওয়াল ব্যুরো: চুপিসারে মহামারির আকার নিচ্ছে স্থূলতা বা ওবেসিটি (Obesity)। গত দু’দশকে ভারতে ওজনবৃদ্ধি যেভাবে বেড়েছে, তাতে ২০২৬-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এটিই দেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যা। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফাইভ (National Family Health Survey-5, 2019–21) জানাচ্ছে, দেশের প্রায় চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন স্থূল। রাজ্যভেদে হার ৮ শতাংশ থেকে ৫০ শতাংশ। শহর-গ্রাম নির্বিশেষে পুরুষ ও মহিলা, দু’পক্ষই এতে আক্রান্ত।
সংখ্যায় ভয়াবহ বাস্তবতা