দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধি জেলায় এক ২০ বছরের দলিত তরুণীকে (Dalit Woman) গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধেয় নিজের বাগদত্তার সঙ্গে বাইরে বেরিয়ে এই নারকীয় ঘটনার শিকার হন ওই তরুণী। অভিযোগ, চার যুবক তাঁদের ঘিরে ধরে তরুণের উপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করে। এরপর গণধর্ষণ করা হয় তরুণীকে।