দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) একই পরিবারের চারজনের আত্মহত্যার (Suicide) ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার (Arrest) করা হয়েছে গৃহবধূ দ্রৌপদী লোধী ও তার প্রেমিক সুরেন্দ্রকে। ঘটনার সূত্রপাত গত ২৫-২৬ জুলাই রাতে, যখন একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হন ৪৫ বছরের মনোহর লোধী, তাঁর ৭০ বছরের মা, ১৮ বছরের মেয়ে ও এক নাবালক।
প্রাথমিক তদন্তে উঠে আসে, মনোহরের স্ত্রী দ্রৌপদীর সঙ্গে তাঁরই শৈশবের বন্ধু সুরেন্দ্রর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন এবং তাঁদের সম্পর্ক ছিন্ন করতে বললেও, উভয়েই জানিয়ে দেন— তাঁরা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না।