রিয়া দাস, কোচবিহার
ধর্মতলার ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর এবার ৩৬১তম বছর। পুজোর সূচনা হয়েছিল বাংলাদেশের রংপুর জেলার টাংপুরে। দেশ স্বাধীন হওয়ার তিন বছর আগে কোচবিহারের ধর্মতলায় চলে আসেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা। তারপর থেকে এখানেই শুরু হয় এই ঐতিহ্যবাহী পুজো।