সায়ন সাহা, দার্জিলিং
দার্জিলিং চিড়িয়াখানায় এল দুই নতুন অতিথি। দুই সদ্যোজাতর বয়স মাত্র একদিন। শনিবার চিড়িয়াখানায় দুটি শাবকের জন্ম দেয় একটি তুষার চিতাবাঘ। কয়েক ইঞ্চি দৈর্ঘ্যের এই দুই সন্তানকে নিয়ে এখন মেতে রয়েছে তাদের মা। একটি ঘরের মধ্যে এক সঙ্গে রয়েছে তিনজন। দুরন্ত দুই ভাইবোনকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মা।
দেখে বোঝার উপায় নেই, মাত্র একদিন আগে জন্ম হয়েছে তাদের। কখনও লাফাচ্ছে, কখনও আবার মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আবার কখনও নিজেদের মধ্যেই খুনসুটিতে ব্যস্ত। তাদের নিয়ে এখন ব্যস্ত দার্জিলিঙ চিড়িয়াখানা কর্তৃপক্ষও।
#REL