দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের চিরাচরিত খাদ্যাভ্যাসেই (Indian diet) বাড়ছে ডায়াবেটিস ও ওবেসিটির (মোটা হয়ে যাওয়া) (diabetes and obesity) মতো বিপজ্জনক অসুখ - এমনটাই উঠে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-ইন্ডিয়া ডায়াবেটিস (ICMR-INDIAB)-এর সাম্প্রতিক সমীক্ষায়।
দেশজুড়ে ৩৬টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও দিল্লির মোট ১,২১,০৭৭ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে চালানো এই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে Nature Medicine-এ।
#REL