দ্য ওয়াল ব্যুরো: একদা খাটো নজরে দেখা হত৷ গায়ে জুড়ে গেছিল লজ্জার ট্যাগ: স্রেফ দুর্বল টিমই এই অস্ত্র কাজে লাগায়৷ যাদের দলে ভাল খেলোয়াড় নেই, আক্রমণভাগ ভোঁতা, ওপেন প্লে-তে গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ, তাদের ভরসার নাম ‘সেট পিস’। তারাই বল জালে জড়াতে কাজে লাগায় ফুলব্যাকদের হাতের কবজি, শক্তিশালী পেশি। লং থ্রো দিয়েই বিপক্ষদের ঘায়েল করার গোপন মন্ত্র বেছে নিয়েছে পিছিয়ে থাকা দলগুলো।
এমন ধারণা যখন প্রায় পাকাপাকিভাবে জুড়ে বসেছে, তখন সব টিমই নিজেদের ‘উন্নত’ প্রমাণে লং থ্রো-কে অচ্ছুৎ করে দেয়। তামাদি হয়ে যায় গোপন অস্ত্র৷ ইউরোপের মঞ্চে শর্ট থ্রো-ই হয়ে ওঠে একমাত্র বিকল্প!