দ্য ওয়াল ব্যুরো: ফুটবল যত দ্রুততর হয়েছে, একসময় দাপুটে ফর্মেশন প্রায় আবছা হতে হতে আজ গিয়েছে মিলিয়ে—মিডফিল্ড ডায়মন্ড, মানে ৪-৩-১-২। আর্জেন্টিনা–ইতালির মতো দেশে এই ছক ছিল ধর্মের মতো। নম্বর ১০-কে কেন্দ্র করে খেলা গড়তে চাইলে ডায়মন্ডই সহজ সমাধান। মাঝমাঠে জনবল, নিয়ন্ত্রণ, পাসিং—সব সুবিধে এক জায়গায়।
কিন্তু সেই সোনালি যুগ এখন ইতিহাস। কেন? আধুনিক ফুটবলের গতি আর চাপ-ই আসল দুই ফ্যাক্টর, যা এই সিস্টেমকে তামাদি করে তুলল?