দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ঘটনা (Maheshtala Incident) নিয়ে বৃহস্পতিবার সকালেই সাংবাদিক বৈঠক করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি (SP, Diamond Harbour)। সেখান থেকেই তিনি অবগত করেন, বুধবার রাতে বজবজ থানা অন্তর্গত এলাকা থেকে প্রচুর বোমার মশলাও উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন সক্রিয় আরএসএস কর্মী (RSS Worker)।