দ্য ওয়াল ব্যুরো: নিজের ১৩ বছরের মেয়েকে (Minor Girl) প্রেমিক এবং অন্যান্য একাধিক যুবকদের দিয়ে যৌন হেনস্থা (Sexual Abuse) করানোর গুরুতর অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে! হরিদ্বারে (Haridwar) ঘটেছে এই ঘটনা এবং পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে। ওই মহিলা একসময়ে বিজেপি দলের (BJP) সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।