সায়ন সাহা, শিলিগুড়ি
পাহাড়ে বৃষ্টির ধংসাত্মক রূপ দেখেছেন পর্যটকরা। বেড়ানোর আনন্দ মাটি হয়েছে আগেই। সোমবার সকাল থেকেই নিরাপদে বাড়ি ফেরার জন্য তৎপর হয়ে ওঠেন তাঁরা। একেবারে ভোরবেলা থেকে যে যেমন করে পেরেছেন গাড়ি জোগাড় করেছেন সমতলে নেমে আসার জন্য। দুর্গম পাঙ্খাবাড়ি রোড দিয়েই কোনওরকমে পর্যটকদের নামিয়ে আনছেন গাড়ি চালকরা।