দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করায় অবশেষে রাজ্যজুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে।
আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ১৬° সেলসিয়াস, পুরুলিয়াতে ১৭° সেলসিয়াস এবং মালদহে ছিল ২০° সেলসিয়াস। এই পারদ পতন আগামী সপ্তাহে আরও তীব্র হবে।
#REL