দ্য ওয়াল ব্যুরো: ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবছর ক্যাম্পাসে কালী পুজো করতে চান। কিন্তু কর্তৃপক্ষ তাদের অনুমতি দিচ্ছে না বলে একাধিক ছাত্র সংগঠন অভিযোগ করেছে।
পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রথমে অনুমতি দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তৃপক্ষ অনুমতি দিতে রাজি নন। কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে কালীপুজোর অনুমতি দিলে আইনশৃংঙ্খলার সমস্যা দেখা দিতে পারে।