দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আলোয় রঙিন হয়ে উঠেছে গোটা দেশ। তারই সঙ্গে গঙ্গাপাড়ের শহর নৈহাটিতেও শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি। আর নৈহাটির পুজো মানেই বড়মার (Naihati Boro Ma) পুজো- যার টান শুধু স্থানীয় নয়, ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশেও।
শতবর্ষ পেরিয়ে এবার ১০২ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো। কালীপুজোর রাতে বড়মাকে (Naihati Boro Ma) এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দির চত্বরে। এমনও বিশ্বাস আছে, বড়মার কাছে কিছু চাইলে, তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। তাই শুধু নৈহাটি নয়, আশপাশের এলাকা এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় (Naihati Kali Puja) অংশ নিতে।