হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হেঁসেলে রান্না হচ্ছে মিডডে মিল। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানা এলাকায় কিশোরীগঞ্জ-মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি সামনে আসতেই শোরগোল পড়ল।
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। বর্ধমান শহরের শরৎপল্লি এলাকায় একটি মেসে থাকতেন ওই ছাত্রী। রবিবার বিকেলে মেসের বাথরুমে জানালায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা।
#REL
খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই ছাত্রীকে নামিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী (২১)।
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেমারিতে জোড়া খুনের ঘটনার তদন্তে ডাকা হল ফরেন্সিক দলকে। এ খবর জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস। তিনি বলেন, "সকালে পুলিশের কাছে এই খুনের খবর আসে। রক্তাক্ত অবস্থায় দেহ দু'টি পড়েছিল। তদন্তের কাজ শুরু হয়েছে। এখনই কিছু বলার সময় আসেনি। মৃত দম্পতির ছেলেকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। ওনাদের মেয়ে বাইরে থাকেন। তাকে খবর পাঠানো হয়েছে।"
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: হাড়হিম দৃশ্য। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। শরীর উপর দিয়ে চলে যায় পাথর বোঝাই ডাম্পার। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।রাস্তার পড়ে থাকা বাবার দেহাংশ ছেলেকে দিয়ে তোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
সোমবার রাত আটটার সময় পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস(৬৩) নামে এক বৃদ্ধের। পেশায় লটারির টিকিট বিক্রেতা। বাড়ি গুসকরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিরিষতলায়।