দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল কংগ্রেসের মঞ্চে হাজির হলেন জেলাশাসক আয়েশা রানি এ ও পুলিশ সুপার সায়ক দাস। এই ঘটনাতেই শোরগোল পড়ল বর্ধমানে।
শনিবার দুপুরে বর্ধমানের কার্জনগেট চত্বরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে খেলা হবে দিবস পালন করা হয়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বর্ধমান শহরের ২৫০ টি ক্লাবকে ৪ টি করে ফুটবল দেওয়া হয়। ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ ও পুলিশ সুপার সায়ক দাস। বির্তকের সূত্রপাত এখানেই।
#REL