চন্দন ঘোষ, পূর্ব বর্ধমান
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে রীতি মেনে নবমীতে হল কুমারী পুজো। দুর্গাপুজোর অন্যতম আচার কুমারী পুজো। প্রাচীন রীতিনীতি মেনে নবমীর দিন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে এই আচার পালিত হয়। নিয়ম অনুসারে ন’জন কুমারীকে দেবী দুর্গার ন’টি রূপে পুজো করা হয় এখানে। ১৩ বছর পর্যন্ত বয়সের নাবালিকাদের উমা, মালিনী, কুজ্জ্বিকা, সুভাগা, কালসন্দর্ভা সহ দেবীর বিভিন্ন রূপে পুজো করার প্রথা রয়েছে। দেবী সর্বমঙ্গলা অষ্টাদশভুজা রূপে বিরাজমান।